Sunday, August 16, 2020

জেনে নিন গরমে লিচুর উপকারিতা

 জেনে নিন গরমে লিচুর উপকারিতা


অন্যদের কথা জানি নাঅনেকেই কিন্তু গরমকালের জন্য সারা বছর অপেক্ষ করে থাকে কেন জানেন? কারণ একমাত্র এইসময় পাওয়া যায় লিচু এই ফল খেতে যেমন ভালো তেমনি এই ফলের মধ্যে লুকিয়ে আছে বহু স্বাস্থ্যগুণ দেখে নেওয়া যাক লিচুর গুনাগুন-

) ক্যান্সার প্রতিরোধে - পরীক্ষা করে দেখা গেছে লিচুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ক্যান্সার ঠিক করতে সাহায্য করে। বিশেষত ব্রেস্ট ক্যান্সার

) হার্ট ঠিক রাখে - লিচুতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট আমাদের হার্ট ভালো রাখে। আসলে লিচুতে অলিগনাল নামের এক উপদান পাওয়া যায় যা নাইট্রিক অ্যাসিড ৎপাদন করে। নাইট্রিক অ্যাসিড আবার Vasodialator এর কাজ করে। মানে ব্লাড ভেসেল কে এক্সপ্যান্ড করে দেয়। ফলে রক্ত চলাচল ভালো করে হয়। এর ফলে হৃদয়ের ওপর চাপ কম পড়ে এবং আপনার হৃদয় ভালো থাকে। লিচু শরীরের রক্তচাপ ঠিক রাখে

) হজম ক্ষমতার উন্নতি ঘটায় - দেখা গেছে লিচু খেলে হজম ভালো হয়। লিচুতে জলের পরিমাণ বেশি মাত্রায় থাকায় সুদিং এফেক্ট হয় এবং এতে উপস্থিত ফাইবার হজমের উন্নতি ঘটায়

) চোখে ছানি পড়তে দেয় না -- লিচুতে উপস্থিত ফাইটো কেমিক্যাল থেকে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি নিও প্লাসমিক প্রপার্টি তৈরি হয়। এরা কোষ বিভাজন নিয়ন্ত্রণে রাখে। ফলে চোখে ছানি পড়ে না

) ইনফ্লুয়েঞ্জা রোধ করে - ইনফ্লুয়েঞ্জা হওয়ার প্রধান কারণ হলো বিভিন্ন ভাইরাস। দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা হলে লিচু খেলে তা দ্রুত সেরে যায়। শুধু তাই না লিচু থেকে এই অসুখের ওষুধ তৈরি করা যায় কী না তা পরীক্ষা করে দেখা হচ্ছে

) ওজন কমাতে সাহায্য করে - প্রতি ১০০ গ্রাম লিচুতে মাত্র ৬৬ ক্যালোরি থাকে। লিচুর বেশিটাই জল দিয়ে তৈরি। এছাড়াও এতে ফাইবার আছে যা চর্বি গলাতে সাহায্য করে। তাই যারা ওজন কমাতে চান ডায়েটে অবশ্যেই লিচু রাখুন

) ইমিউনিটি বাড়ায়  - লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এর ফলে আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়া স্কার্ভি হলে তাকে বেশি করে লিচু খেতে বলা হয়। কারন স্কার্ভি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থেকে হয়

) রক্তে হেমোগ্লোবিন বাড়াতে সাহায্য করেলিচুর মিনারেল কম্পোজিশন এবং উপস্থিত ভিটামিন সি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে

) ত্বক ঠিক রাখে - আগেই বলেছি লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এছাড়াও লিচুতে জল থাকায় আমাদের ত্বক হাইড্রেটেড রাখে। এছাড়াও এর ফলে রক্ত পরিষ্কার হয়। ফলে আপনার ত্বক নরম এবং সতেজ দেখায়

 ________________________________________________________________________________

Learn the benefits of litchi in summer


I don't know about others ‚many are waiting all year for summer. Do you know why? Because litchi is available only at this time. As good as this fruit is to eat, there are many health benefits hidden in this fruit. Let's take a look at the quality of litchi-

1) Cancer prevention: Tests have shown that litchi has a lot of antioxidants that help to cure cancer. Especially breast cancer.

2) Keeps the heart healthy: The antioxidants present in litchi keep our heart well. In fact, litchi contains an ingredient called oligonal which produces nitric acid. Nitric acid again acts as a vasodialator. This means that the blood vessel expands. As a result, blood circulation is better. This reduces stress on the heart and keeps your heart healthy. Litchi keeps the blood pressure of the body just right.

3) Improves digestion: It has been seen that playing litchi improves digestion. The high water content of litchi has a soothing effect and improves the digestion of the fiber present in it.

4) Does not allow cataracts to fall on the eyes: Anti-oxidant and anti-neoplasmic properties are made from the phytochemicals present in litchi. They control cell division. As a result, cataracts do not fall in the eyes.

5) Prevent influenza: The main cause of influenza is various viruses. It has been seen that if you play litchi with influenza, it gets better quickly. Not only this, it is being tested whether litchi can be used as a medicine for this disease.

6) Helps to lose weight: Lithium contains only 6 calories per 100 grams. Most of the litchis are made with water. It also contains fiber which helps in melting fat. So those who want to lose weight must include litchi in their diet.

6) Boosts immunity: Litchi contains a lot of vitamin C. This helps to boost our body's immunity. In addition, if he has scurvy, he is told to eat more litchi. Because scurvy is caused by vitamin C deficiency.

6) Helps to increase hemoglobin in the blood ঃ Lychee mineral composition and vitamin C present helps to make hemoglobin.

9) Keeps the skin healthy: I have already said that litchi has a lot of vitamin C. Litchi also keeps our skin hydrated as it contains water. It also cleans the blood as a result. As a result your skin looks soft and fresh.

No comments:

Post a Comment

আপনি কি জানেন চকোলেট খেলে একাধিক রোগ দূর হয়!

আপনি কি জানেন চকোলেট খেলে একাধিক রোগ দূর হয় !   একাধিক গবেষণায় দেখা গেছে ডার্ক চকোলেটের মধ্যে যে শক্তিশালী অ্যান্টিঅক...