ত্বক ভাল রাখতে নিয়মিত নানাবিধ অ্যালো ভেরা ফেসমাস্ক মুখে লাগান
ত্বক ভাল রাখতে অ্যালো ভেরার কোনও বিকল্প নেই। কারণ অ্যালো ভেরা শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে না, সেই সঙ্গে নানা ধরনের স্কিন প্রবলেমকেও দূরে রাখে। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে নানা ধরনের ত্বকের জন্য় নানা ভাবে ব্যবহার করা যেতে পারে অ্যালো ভেরাকে। প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে বিউটি প্রডাক্ট হিসাবে অ্যালো ভেরার জনপ্রিয়তায় কোনও দিন ভাটা পরেনি। শুধু কী তাই! এতে রয়েছে লেকটিন, মেনাস এবং পরিসেকারাইড। এই উপাদানগুলি নানাভাবে ত্বকের উপকার করে থাকে। তাহলে অপেক্ষা কিসের! ঝটপট জেনে নিন আপনার ত্বকের জন্য় কোন ধরনের অ্যালোভেরা ফেস মাস্ক বেশি কার্যকরি…
১. অ্যালোভেরা এবং মুলতানি মাটিঃ ১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ অ্যালো ভেরা জেল এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে বানানো পেস্ট মুখে লাগাতে শুরু করলে ফর্সা ত্বক পাওয়ার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। কারণ মুলতানি মাটি এবং অ্যালোভেরা জেল, এই দুটিতেই এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের অন্দরে প্রবেশ করে বিষাক্ত উপাদানদের বার করে দেয় ফলে ফর্সা এবং উজ্জ্বল ত্বকের অধিকারী হয়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হতে সময় লাগে না।
২. অ্যালোভেরা এবং শসাঃ যাদের ত্বক খুব স্পর্শকাতর, তারা এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন। এটি বানাতে একটা অ্যালোভেরা পাতা থেকে সংগ্রহীত জেলের সঙ্গে কয়েক ফোঁটা শসার রস মেশাতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভাল মতন মিশে গেছে, তখন সেটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রসঙ্গত, তৈলাক্ত ত্বক, ময়লা এবং ত্বকে জমতে থাকা নানা ক্ষতিকর উপাদানকে পরিষ্কার করে ফেলতে এই ফেস মাস্কটি দারুন কাজে দেয়।
৩. অ্যালোভেরা আর নিম পাতাঃ ত্বকের প্রদাহ কমানোর পাশাপাশি স্কিনের শুষ্কতা দূর করতে এবং ত্বককে প্রাণচ্ছল বানাতে এই তিনটি উপাদান মিলিয়ে বানিয়ে ফেলুন একটি পেস্ট। তরপর সেটি মুখে লাগিয়ে নিন। প্রসঙ্গত, ভাল করে মুখটা ধুয়ে নিয়ে ফেস মাস্কটি লাগাবেন। নচেৎ ভাল ফল পাবেন না।
৪. অ্যালোভেরা এবং লেবুঃ আপনার কি ড্রাই স্কিন? তাহলে এই ফেস মাস্কটি আপনার জন্য় একেবারে পরাফেক্ট! কারণ অ্যালোভেরা অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ, যা ব্রণ এবং চুলকানি কমায়। এখানেই শেষ নয় এই প্রাকৃতিক উপাদানটি লাগালে স্কিন আদ্র হয়। ফলে ত্বকের শুষ্কতা দূর হয়। কীভাবে বানাতে হবে এই ফেস মাস্কটি? এটি বানানো খুব সহজ! পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে তাতে এক ড্রপ লেবুর রস দিয়ে ভাল করে দুটি উপাদান মেশান। তারপর তা মুখে লাগিয়ে কম করে ২০ মিনিট রেখে দিন। সময় হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
৫. অ্যালোভেরা এবং মধুঃ যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য় এই ফেস মাস্কটি দারুন কার্যকরি। কারণ মধু এবং অ্যালোভেরা, উভয়ই ত্বকের অতিরিক্ত তেলা ভাব কমায়, শুধু তাই নয় স্কিনের বন্ধ হয়ে যাওয়া ছিদ্রগুলিকেও খুলে দেয়। ফলে ময়লা ধুয়ে গিয়ে ত্বক সুন্দর হতে শুরু করে। এক্ষেত্রে এক চামচ মধুর সঙ্গে পরিমাণ মতো অ্যালো ভেরা জেল মিশিয়ে ফেলুন। তারপর সেই ফেস মাস্কটি ধীরে ধীরে মাসাজ করুন ত্বকে। প্রসঙ্গত, প্রতিদিন যদি এই ফেস মাস্কটি মুখে লাগাতে পারেন তাহলে অল্প দিনেই দেখবেন ত্বক উজ্জ্বল হতে শুরু করেছে।
৬. অ্যালোভেরা এবং গোলাপ জলঃ শুষ্ক ত্বককে স্বাভাবিক করতে এই ফেস মাস্কটি দারুন কাজে আসে। সেই সঙ্গে বলি রেখা, ব্রণ এবং কালো ছোপ আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রসঙ্গত, অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ড্রপ গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন মুখটা।
৭. অ্যালোভেরা ও হলুদঃ দুধ, হলুদ এবং অ্যালো ভেরা জেল মিশিয়ে বানানো এই ফেস মাস্কটি উজ্জ্বল এবং নরম ত্বক পেতে আপনাকে সাহায্য করবে। প্রসঙ্গত, হলুদে এমন কিছু উপাদান থাকে, যা ব্রণর প্রকোপ কমায়। অপরদিকে, অ্যালো ভেরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আর দুধ কী কাজে লাগে? কাঁচা দুধ ত্বকের পি এইচ লেভেল ঠিক রাখে। ফলে ত্বক নরম হয়।
________________________________________________________________________________________________________________
To keep the skin well, apply various aloe vera face masks on the face regularly
There is no substitute for aloe vera to keep skin looking good. Because aloe vera not only enhances the radiance of the skin, but also keeps away various skin problems. In this case, it is good to know that aloe vera can be used in many ways for different skin types. The popularity of aloe vera as a beauty product has never waned due to its high content of anti-oxidants. Just what! It contains lectin, manas and psecaride. These ingredients benefit the skin in many ways. Then what are you waiting for! Find out right away which type of aloe vera face mask is more effective for your skin.
1. Aloe vera and multani soil: If you start applying a paste made by mixing 1 teaspoon of multani soil with 1 teaspoon of aloe vera gel and the same amount of rose water, it will not take long for the dream of getting fair skin to come true. Because multani soil and aloe vera gel both contain ingredients that penetrate the skin and remove toxins, so the dream of having fair and radiant skin does not take long to come true.
2. Aloe vera and cucumber: For those whose skin is very sensitive, they can use this face mask. To make it you need to mix a few drops of cucumber juice with the gel collected from an aloe vera leaf. When you see that the two ingredients are well mixed, apply it on your face and leave it for 15 minutes and then wash it off. By the way, this face mask works great to remove oily skin, dirt and various harmful substances that accumulate on the skin.
3. Aloe vera and neem leaves: Make a paste by combining these three ingredients to reduce skin inflammation as well as relieve dryness and rejuvenate the skin. Then apply it on the face. By the way, wash your face well and apply the face mask. Otherwise you will not get good results.
4. Aloe vera and lemon: Do you have dry skin? Then this face mask is absolutely perfect for you! Because aloe vera is full of anti-oxidants, which reduces acne and itching. This is not the end. Applying this natural ingredient moisturizes the skin. As a result dryness of the skin is eliminated. How to make this face mask? It's very easy to make! Take the same amount of aloe vera gel and mix the two ingredients well with one drop of lemon juice. Then apply it on the face and leave it for at least 20 minutes. When the time comes, wash your face with cold water.
5. Aloe vera and honey: This face mask is great for those with oily skin. Because honey and aloe vera, both reduce the excess oiliness of the skin, not only that, but also open the closed pores of the skin. As a result, the dirt is washed away and the skin becomes beautiful. In this case, mix aloe vera gel with one teaspoon of honey. Then gently massage that face mask on the skin. By the way, if you can apply this face mask on your face every day, you will see that your skin has started to become brighter in a few days.
. Aloe vera and rose water: This face mask is great for normalizing dry skin. It also plays an important role in preventing wrinkles, acne and blackheads. By the way, make a paste by mixing a few drops of rose water with aloe vera gel. Then put it on your face and leave it for a while. Then wash your face thoroughly with cold water.
. Aloe vera and turmeric: This face mask made by mixing milk, turmeric and aloe vera gel will help you to get radiant and soft skin. Incidentally, turmeric contains certain ingredients that reduce the incidence of acne. Aloe vera, on the other hand, enhances skin radiance. And what is the use of milk? Raw milk keeps the pH level of the skin just right. The result is soft skin.
No comments:
Post a Comment